এক নাস্তিকের ঘটনা

এক নাস্তিকের ঘটনা : ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল। "মেজোষী নাস্তিক মূলহিদ" সে বলে বেড়াচ্ছিল, আমি স্রষ্টায় বিশ্বাস করিনা। কারণ, স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে , নাম " নোমান ইবনে সাদিক " যাকে আমরা ইমাম আল আজম আবু হানিফা নামে চিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাওনা আমাদের ইমাম স্রষ্টারে দেখিয়ে দিবে।(সুবহানাল্লাহ) সে বলল ঠিক আছে তোমাদের ইমামরে আসতে বলো। কবে, সামনের জুম্মাবারের ঠিক ভরদুপুরে, দুপুর ২টার দিকে জুম্মার নামাজের পরে। আমিও আসবো তোমাদের ইমামও আসবে। ডিবেট হবে, দেখি আমি স্রষ্টার বিপক্ষে আপনাদের ইমাম স্রষ্টার পক্ষে। দেখি কে জিতে যায় । ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে ইরাকে কুফা নগড়িতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিকও এসেছে। যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না । সবাই এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক বলে তোমা...