Posts

Showing posts from April, 2024

এক নাস্তিকের ঘটনা

Image
  এক নাস্তিকের ঘটনা  :                                      ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল। "মেজোষী নাস্তিক মূলহিদ" সে বলে বেড়াচ্ছিল, আমি স্রষ্টায় বিশ্বাস করিনা। কারণ, স্রষ্টা দেখা যায় না।    ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে , নাম " নোমান ইবনে সাদিক " যাকে আমরা ইমাম আল আজম আবু হানিফা নামে চিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাওনা আমাদের ইমাম স্রষ্টারে দেখিয়ে দিবে।(সুবহানাল্লাহ)      সে বলল ঠিক আছে তোমাদের ইমামরে আসতে বলো। কবে, সামনের জুম্মাবারের ঠিক ভরদুপুরে, দুপুর ২টার দিকে জুম্মার নামাজের পরে। আমিও আসবো তোমাদের ইমামও আসবে। ডিবেট হবে, দেখি আমি স্রষ্টার বিপক্ষে আপনাদের ইমাম স্রষ্টার পক্ষে। দেখি কে জিতে যায় ।      ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে ইরাকে কুফা নগড়িতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিকও এসেছে। যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না । সবাই এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক বলে তোমা...

Satan/Allah( শয়তান/ আল্লাহ)

Image
    Shaytan challenged Allah, Allah, you cannot admit people to Paradise. So why did they make so many paradises, it would be better if there were more hells.       Allah says why, Satan says that Allah will make them hypocrites, atheists, and put them in hell. I challenge you. I will wash from the right side, from the front, from the back, by myself, entering the veins of the veins, (in the middle of the night) through which the blood flows, and I will whisper. How will you enter Paradise?        Allah says, you challenge me, such great courage. I am the greatest king of all kings, Maharaja. Cannot be challenged with Maharaja. You challenge me. I accept the challenge.       Allah says, I challenge you. You will cheat forever, you will cheat forever, you will make benaji, you will make me unjust, but if my servant enters the mosque in a tafsir al-quran mahfil, in a time of namaz, or if he wakes up in the middle of the nigh...

Dua between two prostrations of prayer(নামাজের দুই সিজদার মাঝখানের দোয়া)

Image
  Dua between two prostrations of prayer: "Allahu Magfirli, War Hamni, Wahdini, Waafini, War Zukkni" Meaning:       O Allah, forgive me, grant me mercy, grant me guidance, grant me health, grant me sustenance. নামাজের দুই সিজদার মাঝখানের দোয়া : "আল্লাহুমাগফিরলি , ওয়ার হামনী, ওয়াহদিনী, ওয়াআফিনী,ওয়ার জুক্কনী" অর্থ:       হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহমত দান করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে সুস্থতা দান করুন, আমাকে রিজিক দান করুন। 

Istegfar(ইস্তেগফার)

Image
  If someone recites this Istighfar at night, if he dies that night, he will enter Jannat ( subhanallah ).          If someone recites this Istighfar on a day, if he dies on that day, he will be in Paradise ( subhanallah ).   Its name is Syedul Istegfar:                                              "Allahumma anta rabbi, la ilaha illa anat, khalaqqtani wa ana a'baduka wa ana ala ahdiqa wa wadika mastat'tu a'uzubiqa min sharri machanatu abu ulaqa bin matika a'layya wa abuulaqa biyanbi, fagfirli faynahu la yagfiruyunuba illa anta".        কেউ যদি এই ইস্তেগফার টা রাতে পড়ে   ওই রাতের তার মৃত্যু হলে সে জান্নাতি ( সুবহানাল্লাহ )           কেউ যদি এই ইস্তেগফার টা দিনে পড়ে  ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতে ( সুবহানাল্লাহ )    এটার নাম সাইয়েদুল ইস্তেগফার :     ...

What Allah created on the day of the week(আল্লাহ তায়ালা সপ্তাহের যেদিন যা সৃষ্টি করেছিলেন)

Image
  What Allah created on the day of the week:     Allah created the earth on Saturday.    God created the mountains on Sunday.    The tree was made on Monday.     Allah Ta'ala has created all the evil things in the world on Tuesday.     On Wednesday, Allah Ta'ala created Nur Alo, He created the light that is on earth.     On Thursday, Allah spread all the animals on earth on Thursday.    On the day of Jumma (Friday) after Asr and before the night, Allah Ta'ala created Hazrat Adam (A.S.).                                          (Subhanallah) আল্লাহ তাআলা সপ্তাহের যে দিনে যা সৃষ্টি করলেন:      শনিবারে আল্লাহ তা'আলা জমিন সৃষ্টি করলেন।     রবিবারে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন পাহাড়।     সোমবারে তৈরি করেছেন গাছ গাছালি।      আল্লাহ তাআলা মঙ্গলবারে সৃষ্টি ক...

Doa in prostration (সেজদায় দুয়া)

Image
Prostration:           Sajdah in prayer when you put your head, your highest point to the lowest point, bowing before Allah. In this Sajdah recite the tasbi "Subhanallah Rabbial Ala" or "Subhanakallah Humma Rabbana Wabihamdika Allahum Magfirli", or "Subbahun Quddusun Rabbun Malaikatahu Waruh".       Reciting it, after doing it, pray the prayer that you pray in Sijdah (Inshallah it will be accepted). সেজদা :           নামাজের সেজদা যখন আপনার মাথা, আপনার সবচেয়ে উচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন,আল্লাহর  সামনে নত করছেন।এই সেজদায় তাসবি পাঠ করেছেন "সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা " অথবা  "সুবহানাকাল্লাহ হুম্মা রাব্বানা ওয়াবিহামদিকা আল্লাহুম মাগফিরলী", অথবা "সুব্বহুন কুদ্দুসুন রাব্বুন মালাইকাতাহু ওয়ারুহ"       পাঠ করেন, করার পর দোয়া করেন সিজদায় যে দোয়ায় করেন (ইনশাল্লাহ কবুল হবে )

Doa masura with money(অর্থসহ দোয়া মাসুরা)

Image
 I read every day in the last meeting of Namaz but I don't know the meaning. " Doa Masura " means:     "Allahumma inni jalamtu nafsi, zulman kachira, wala yag firuz junu bayla anta, fagfir-li magfiratam min indika; wala yag firuz junuba illah anta."  Meaning:        And Allah has oppressed a lot. There is no end to oppression. There is no one to forgive this oppression and sin except you. Forgive my sins by yourself, there is no one else to forgive sins except you! নামাজের শেষ বৈঠকে প্রতিদিন পড়ি কিন্তু অর্থ জানিনা। " দোয়া মাসুরা " অর্থঃ     "আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি, জুলমান কাছীরা, ওয়ালা ইয়াগ ফিরুজ জুনু বাইল্লা আনতা, ফাগফির-লি মাগফিরাতাম   মিন ইন্দিকা ; ওয়ালা ইয়াগ ফিরুজ জুনুবা ইল্লাহ আনতা। "   অর্থঃ        ও আল্লাহ অনেক জুলুম করেছি। জুলুমের শেষ নাই। আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। নিজ গুনে আমার গুনাহ ক্ষমা করে দেন, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই! 

A few words about beparda,, (বেপর্দা নিয়ে কিছু কথা)

Image
 If a woman goes to hell because of veiling. He will not go alone; He will go with the congregation with four people. parents; Swami; elder son; big brother. কোন নারী যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়। সে একা যাবে না ; চারজনকে নিয়ে জামাতের সাথে যাবে।  বাবা-মা ; স্বামী;  বড় ছেলে; বড় ভাই। 

Country and Age of Prophets(নবী-রাসূলদের দেশ ও বয়েস)

Image
  Country and Age of Prophets: Hazrat Adam (as) - Sri Lanka - 1000 years Hazrat Nuh (as) - Dorzan - 950 years Hazrat Shuaib (as) - Syria - 882 years Hazrat Saleh (as) - Lebanon - 586 years Hazrat Ibrahim (as) - Iraq - 195 years Hazrat Ismail (AS) - Saudi Arabia - 137 years Hazrat Ishaq (as) - Palestine - 150 years Hazrat Yaqub (as) - Palestine - 129 years Hazrat Yusuf (AS) - Palestine - 110 years. Hazrat Musa (AS) - Egypt - 125 years. Hazrat Harun (AS) - Egypt - 119 years. Hazrat Lut (as) - Durjan - 124 years. Hazrat Yah-ya (as) - Palestine - 15 years. Hazrat Ayyub (AS) - Syria - 140 years. Hazrat Hud (AS) - Yemen - 400 years. Hazrat Daud (as) - Dorjan - 120 years. Hazrat Sulaiman (as) - Durjan - 150 years. Hazrat Zakaria (as) - Palestine - 207 years. Hazrat Isa (AS) - Palestine - 92 years. Hazrat Muhammad (PBUH) - Saudi Arabia - 63 years. নবী-রাসূলদের দেশ ও বয়স ঃ হযরত আদম (আঃ) -  শ্রীলংকা - ১০০০ বছর  হযরত নূহ (আঃ) -  ডর্জান -  ৯৫০ বছর  হযরত শোয়ায়েব (...

If you read the prayer, you can get paradise in life.(যে দোয়া পড়লে জীবনে জান্নাত লাভ করা যায়)

Image
 Allah says, if someone reads " La Ilaha Illallah Dakhalal Jannah " once in his life, if he has sins, wrongdoings, after the punishment of those sins and wrongdoings, one day that servant of mine will enter Paradise. ( Subhanallah )     (Maulana Mizanur Rahman Azhar) আল্লাহ বলে, কেউ যদি জীবনে একবার পড়ে " লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ " তার যদি পাপ থাকে,অন্যায় থাকে,ওই পাপ আর অন্যায়ের শাস্তি গুলোর পরে কোন না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। ( সুবহানাল্লাহ )             (মাওলানা মিজানুর রহমান আজহার)  

Dua to be worn after obligatory prayer.(ফরজ নামাজের পর যে দোয়া পরতে হয়)

Image
  Dua at the end of every obligatory salat:              After each prayer, return the salam, read aloud Allahu Akbar, Astaghfirullah three times; Subhanallah 33 times; Alhamdulillah 33 times; Allahu Akbar 34 times, or the last three 33 times followed by "La ilaha illallahu wahda, la-sharikala lahulkul wala-hul hamdu ahuala kulli shine qadir".   (Maulana Mizanur Rahman Azhari) প্রত্যেক ফরজ সালাদের শেষের দোয়া:                 প্রত্যেক সালাতের পর সালাম ফিরিয়ে, আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়বেন তিনবার ; সুবহানাল্লাহ ৩৩ বার ; আলহামদুলিল্লাহ ৩৩ বার ; আল্লাহু আকবার ৩৪ বার, অথবা শেষের তিনটা ৩৩ বার পরে মিলাবেন "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, লা- শারীকালা লাহুলকুল ওয়ালা-হুল হামদু অহুয়ালা কুল্লি শাইন কাদির"।             (মাওলানা মিজানুর রহমান আজহারী) 

A few words about Zakat( যাকাত সম্পর্কে কিছু কথা )

Image
  A few words about Zakat:                                     Those who come to collect Zakat should not be insulted. Because you did not show mercy to him by paying Zakat. Rather, they have enabled you to perform this obligatory worship with Zakat, and have shown mercy to you.        Many people think that by giving zakat they are showing kindness, I feel like they are showing mercy. Well, those who are poor, if they don't take zakat, they have a problem, Nibonah zakat. And if I say that I will not give Zakat, then there is no news. It is a duty to give for me, it is not a duty to take for him. So I have no mercy. He took zakat from me and saved me from hell fire and showed me mercy!   (Maulana Mizanur Rahman Azhari) যাকাত নিয়ে কিছু কথা :                                     ...

Patience( ধৈর্যধারণ )

Image
Patience:                   Every time you see it, you will be a victim of infamy. Be patient and sit quietly. Today will pass, weeks will pass, months will pass, months will pass, years will pass. One day or another, because of this patience, Allah will bestow double honor than before,,,.                   ( Maulana Ghulam Mostaf ) ধৈর্যধারণ :                     যখনই দেখবেন বদনামের শিকার হবেন। ধৈর্য ধারণ করে বসে থাকবেন চুপ করে। আজকের দিন চলে যাবে সপ্তাহ পার হবে মাসের পর মাস গড়াবে মাস থেকে বছর পার হবে।  একদিন না একদিন এই ধৈর্যের কারণে, আল্লাহ পাক আগের তুলনায় ডাবল সম্মান দান করবেনই করবেন,,,।                          ( মাওলানা গোলাম মোস্তফ )  

Rule of Repentance

Image
  Repentance is accepted the way you do it - first God declares; There is no one under heaven or on earth a greater sinner than I am. Chhagira poets unknowingly, willingly and unwillingly, shereke Vedati. God, I admitted that I am a sinner, there is no one who is a greater sinner than me! You are Rahmanurrahim, forgive me in the name of your Rahmanurrahim. Release sin🥲                (Mizanur Rahman Azhari) তওবা যেভাবে করলে কবুল হয়- প্রথমে ঘোষণা আল্লাহ ; আকাশের নিচে  জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। ছগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনইচ্ছায় শেরেকে বেদাতি,, শয়তানের ধোঁকায় পরে, নফসের ওসওয়াসাই,,,অনেক পাপ করেছি আল্লাহ,,! আল্লাহ আমি স্বীকার করলাম আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই,,! আপনি তো রহমানুররাহিম,, আপনার রহমানুররাহিমের নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দিন। পাপ মুক্ত করে দিন🥲                     (মিজানুর রহমান আজহারী)  

Prayer🤲 chapter 2.

Image
 If the character is not good even after praying, it should be understood that the prayer is not being performed. Desired quality prayers are not being performed. Listen again, the Messenger of Allah (peace be upon him) said that one whose prayer could not turn him away from sin. His prayer is not prayer.                     (Delwar Hossain Sayedi) নামাজ পরার পরও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না। কাংখিত মানের নামাজ আদায় হচ্ছে না।  আবার শুনো, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না। তার নামাজ নামাজ  নয়।                          (দেলোয়ার হোসেন সাঈদী) 

Prayer🤲

Image
A few words about prayer: You still sleepless, you still sleep in the morning. You still forget Allah. You still haven't thought of asking him for your forgiveness. You can be many things, you will not be in the ranks of Muslims. You can be many things but you will not be in the ranks of Islam. Those who don't pray, you will feel that the door of the mosque will be closed for you. Remember you have no relationship with the mosque. You can open the door to paradise🥲. নামাজ নিয়ে কিছু কথা : তুমি এখনও বেনামাজি, এখনও সকালবেলা তুমি ঘুমাও। এখনও তুমি আল্লাহকে ভূলে আছো। এখনও তুমি উনার কাছে তোমার তৌবা চাওয়ার চিন্তা আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো কিন্তু ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পরো না, তুমি টের পাওনা মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক হয় নাই। তুমি জান্নাতে দরজা খুলতে পারবা না 🥲।

"Praise be to Allah and the Prophet"

Image
"Praise be to Allah and the Prophet" The Prophet says, Know my God. Who is " Rabbul Alamin" . Allah says, You complimented so beautifully. I praise Allah " Rahmatullahil Alamin ". ( নবী বলে , আমার আল্লাহকে জানেন। যিনি হচ্ছেন " রাব্বুল আলামীন " । আল্লাহ বলে , তুমি আমার এত সুন্দর প্রশংসা করলে। আমি আল্লাহ প্রশংসা করে দিলাম " রহমাতুল্লিল আলামীন " )