Satan/Allah( শয়তান/ আল্লাহ)

    Shaytan challenged Allah, Allah, you cannot admit people to Paradise. So why did they make so many paradises, it would be better if there were more hells.

      Allah says why, Satan says that Allah will make them hypocrites, atheists, and put them in hell. I challenge you. I will wash from the right side, from the front, from the back, by myself, entering the veins of the veins, (in the middle of the night) through which the blood flows, and I will whisper. How will you enter Paradise?

       Allah says, you challenge me, such great courage. I am the greatest king of all kings, Maharaja. Cannot be challenged with Maharaja. You challenge me. I accept the challenge.

      Allah says, I challenge you. You will cheat forever, you will cheat forever, you will make benaji, you will make me unjust, but if my servant enters the mosque in a tafsir al-quran mahfil, in a time of namaz, or if he wakes up in the middle of the night and asks for forgiveness with tears in his eyes in the prayer of Tahajjud, I will forgive all his sins. I will forgive. (Allahu Akbar)

 What will you do? 

     Therefore, let's escape from Satan's temptations, deception and move to the path of Allah. I ask God for forgiveness for all the sins I have committed in my life. (Amen)

    

       শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো মানুষকে জান্নাতে ঢোকাতে পারবেন না। তাহলে এতগুলো জান্নাত কেন বানালেন, জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। 

     আল্লাহ বলেন কেন, শয়তান বলে আল্লাহ এদের সব কয়টা রে  ওয়াসওয়াসা দিয়ে, মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে, জাহান্নামে ঢুকাবো। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আমি ডান দিক থেকে ধোকা দিব বা'দিক থেকে সামনে থেকে পিছন থেকে নিজ থেকে  রগের শিরা উপশিরায় ঢুকে , (মাঝরাতদাম) যেখান দিয়ে রক্ত চলাচল করে ওইখানে ঢুকে ওয়াসওয়াসা দিব। আপনি জান্নাতে ঢুকাবেন কেমন করে? 

    আল্লাহ বলে, তুমি আমারে চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস। আমি তো সব রাজার বড় রাজা মহারাজা। মহারাজার সাথে চ্যালেঞ্জ দেওয়া যায় না। তুমি আমারে চ্যালেঞ্জ দাও। যাও আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। 

     আল্লাহ বলেন, আমি তোমারে চ্যালেঞ্জ দিলাম। তুমি আজীবন ধোকা দিব,  আজীবন তুমি গোমড়া করব,  বেনামাজি বানাব,  জালেম বানাব,  কিন্তু আমার বান্দা যদি কোন তাফসিরুল কুরআন মাহফিলে, কোন এক ওয়াক্ত নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি তার সব গুনাহ মাফ করে দিব।   ( আল্লাহু আকবার

   তুমি কি করবা ?  

অতএব, আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে বাঁচি এবং আল্লাহর পথে চলে আসি। জীবনে যত গুনাহ করেছি মাফ চাই ওই আল্লাহর কাছে। (আমিন)

Comments

Post a Comment

Popular posts from this blog

What Allah created on the day of the week(আল্লাহ তায়ালা সপ্তাহের যেদিন যা সৃষ্টি করেছিলেন)

সুলাইমান (আ:) ও তিমি মাছের অবাক করা ঘটনা :

A few words about beparda,, (বেপর্দা নিয়ে কিছু কথা)