কোরবানির দোয়া এবং জবহের পরের দোয়া

কোরবানির দোয়া 

উচ্চারণ : আল্লাহুম্মা মিংকা ওয়া ইলাইকা ইন্না ছ্বলাতী ওয়া নুসুকূ ওয়া মাহ ইয়া ওয়া মামাতী লিল্লাহি রব্বিল আলামীন। লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আও ওয়ালুল্ মুসলিমীন।

( উপরোক্ত দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করে নিম্নলিখিত দোয়া পড়বেন।)

জবেহের পরের দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাক্বব্বালতা মিন খলীলিকা ইবরাহীমা ওয়া হাবীবিকা মুহাম্মাদিন আলাইহিমাছ ছুলাতু ওয়াস সালামু।

(নিজের কোরবানি যদি নিজে করে তাহলে মিন্নি বলবে। অন্য কোন ব্যক্তি কোরবানি করলে মিন্নির স্থলে মিন যোগ করে সেই ব্যক্তির নাম বলবে। আর যদি নিজের কোরবানি হয় অন্য কেউ শরিক হয়ে থাকে। তাহলে মিন্নি বলবে অতঃপর মিন যোগ করে তার শরীকদের নাম বলবে।)

Comments

Popular posts from this blog

What Allah created on the day of the week(আল্লাহ তায়ালা সপ্তাহের যেদিন যা সৃষ্টি করেছিলেন)

সুলাইমান (আ:) ও তিমি মাছের অবাক করা ঘটনা :

A few words about beparda,, (বেপর্দা নিয়ে কিছু কথা)