নামাজের প্রকারভেদ
১)নামাজ কত প্রকার ও কি কি?
* নামাজ পাঁচ প্রকার। যথা: ১) ফরজ ; ২) ওয়াজিব ; ৩) সুন্নাতে মিয়াক্কাদাহ ; ৪) সুন্নাতে গইর-মুয়াক্কাদাহ ;৫) নফল ;
২) নামাজের আহকাম আরকাম মোট কতটি ফরজ ও কি কি?
* আহকাম আরকান ১৩ ফরজ, নামাজের ভিতর বাহিরে, ১) শরীর ২)কাপড় ৩)জায়গা পাক আর ৪) ছতর ঢাকা ৫) কিবলার দিকে মুখ করা ৬) ওয়াক্ত হলে নামাজ পরা ৭) নিয়ত সহ সাত ফরজ, আহকাম একে বলে।
- তাকবীরে তাহরীমা বলে নামাজ শুরু করতে হয়। খাড়া হয়ে।
- কুরআন শরীফের কোন সূরা পড়তে হয়।
- রুকু করা।
- সিজদা করা।
- শেষ বৈঠক এ বসা।
৩)নামাজের ওয়াজিব কয়টি ও কি কি?
নামাজের ওয়াজিব ২৭ টি। উক্ত ২৭ টি ওয়াজিব দুই রাকাত নামাজের মধ্যে ৪২ জায়গায় ব্যবহার হয়।
৪) নামাজের সুন্নত কয়টি ও কি কি?
নামাজের সুন্নত ৫৩ টি উক্ত ৫৩ টি সুন্নত দুই রাকাত নামাজের প্রায় ১১৪ জায়গায় ব্যবহার হয়।
৫) নামাজের কোন করণীয় কাজ ছুটে গেলে না করলে এবং কোন বর্জনীয় কাজ করে ফেললে কারা নামাজের কতটুকু ক্ষতি হয়?
বিনা অজরে ফরজ ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়। ওয়াজিব ছুটে গেলে মাকরুহে তাহরীমীর সহিত নামাজ আদায় হয়।এজন্য পুনরায় নামাজ পড়া ওয়াজিব অথবা ছাহু সিজদা করতে হয়।
সুন্নত ছুটে গেলে মাকরুহ হয়। এরকম নামাজ কি অঙ্গহীন নামাজ বলা হয়। মুস্তাহাব ছুটে গেলে পূর্ণ নেকি থেকে বঞ্চিত হয়।
Comments
Post a Comment