কাজা নামাজের বিবরণ ও নিয়ত

 কাযা নামাজের বিবরণ

       কোন কারণে নামাজ ফউত হলে অর্থাৎ সময়মতো নামাজ পড়তে না পারলে পরে ওই নামাজ পড়তে হয়, তাকে কাজা নামাজ বলে। ফরজ ওয়াজিবের কাজা আদায় করতে হয়। 

        সুন্নাতের কাজা নেই, তবে ফজরের নামাজ কাজা হলে, দুপুরের মধ্যে পড়লে সুন্নাত সহ পড়বে। এক ওয়াক্ত কাজা হলে পরবর্তী ওয়াক্তে কাজা আগে আদায় করে ওয়াক্তিয়া নামাজ পড়বে। তো পর্যন্ত ফৌত হলে তরতীব রক্ষা করতে হয়, এর বেশি হলে তোর তীব নেই,  সময় পেলে কাজে আদায় করতে হবে। দেরি করবে না। আর কাজা পড়ে তাওবা করবে। কাজা নামাজের নির্দিষ্ট সময় নেই, মনে হলে আদায় করবে, তবে নিষিদ্ধ সময় পরবেনা, আর ফৌত হবার কারণ দূর হলেই কাজা আদায় করবে। 

   ছ্বফরে নামাজ ভৌত হলে বাড়িতে পৌঁছে এর কাজা ক্বছ্বর আদায় করতে হবে।


কাযা নামাজের নিয়ত

উচ্চারণ : নাওয়াইতু আন আক্বদ্বিয়া লিল্লাহি তাআ'লা রাকাতাই ছ্বলাতিল ফাজরিল ফাইতাতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইল্লা জিহাতিল কায় বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

(কাজা নামাজের নিয়াতে 'উছাল্লিয়া' স্থানে আক্বদ্বিয়া এবং ওয়াক্তের নামের পরিবর্তে 'ফাইতাতি' বলতে হবে।)

Comments

Popular posts from this blog

What Allah created on the day of the week(আল্লাহ তায়ালা সপ্তাহের যেদিন যা সৃষ্টি করেছিলেন)

সুলাইমান (আ:) ও তিমি মাছের অবাক করা ঘটনা :

A few words about beparda,, (বেপর্দা নিয়ে কিছু কথা)